জনাব মুনশী শাহাবুদ্দীন আহমেদ ১৯৮৮ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব এবং অত্র অধিদপ্তরের ২১ তম পরিবহণ কমিশনার। তিনি ২০-০৪-২০১৫ তারিখে পরিবহণ কমিশানার পদে যোগদান করেন। এছাড়া চাকুরী জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেরেন্ট মন্ত্রণালয় হিসাবে সরকারি প্রাধিকার ভুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণের পরিবহণ সুবিধা প্রদান এবং মন্ত্রণালয়ের সহিত সমন্বয় সাধন পরিবহণ কমিশনারের অন্যতম দায়িত্ব। পরিবহণ সুবিধা প্রনয়নে বার্ষিক ক্রয় পরিকল্পনা, গাড়ি চালক/স্পীডবোট চালক/কারিগরি কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচী, যানবাহন মেরামতের লক্ষ্যে কারখানার আধূনিকায়নে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তাবায়নে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সরকারি কাজে পরিবহণ সুবিধা প্রদান, চালক পদায়ন এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে মুখ্য দায়িত্ব পালন করেন।