Wellcome to National Portal
সরকারী যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২০

শাখা সমূহ

 সরকারি যানবাহন অধিদপ্তরের  শাখা সমূহঃ
১। সরকারি সড়ক পরিবহণ
২। সরকারি নৌ পরিবহণ
৩। সরকারি যানবাহন মেরামত কারখানা
৪। প্রশাসন ও হিসাব শাখা
(ক) সরকারি সড়ক পরিবহণঃ-
   সরকারি যানবাহন অধিদপ্তরের কেন্দ্রীয় পরিবহণ পুলে বর্তমানে বিভিন্ন মেইক ও মডেলের ৫০৫টি গাড়ি, ৬৪টি জেলাপুলে ২৫টি কার, ৪৭৬টি জীপ, ৬৪টি মাইক্রোবাস, ৩৪টি পিকআপ, ০৭ বিভাগীয় কমিশনারের কার্যলয়ে ০২টি কার, ২৭টি জীপ, ০৭টি মাইক্রোবাস, ০৭টি মটর সাইকেল এবং উপজেলায় ৪৮৬টি জীপ রয়েছে (গাড়ির প্রাধিকার তালিকা সংযুক্ত) জেলাপুলের গাড়িগুলোর ২/১টি গাড়ি অতি পুরাতন হওয়ার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রতি বৎসর কেন্দ্রীয় পরিবহণ পুলে অন্তত: ৫০টি করে এবং প্রত্যেক জেলাপুলে কমপক্ষে ০২টি করে নতুন গাড়ি প্রতিস্থাপনের ব্যবস্থা করলে গাড়ির ঘাটতিজনিত সমস্যা অনেকাংশে লাগব হবে। নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে পুরাতন গাড়ি প্রতিস্থাপনের বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এতদসংক্রান্তে সচিব মহোদয়গণের ব্যবহারের জন্য ১৫০০ সিসির ৫২ সিডান কার এবং অতিরিক্তি সচিব ও যুগ্ন-সচিবগণের ব্যবহারের জন্য ১৩০০ সিসির ৮৩টি সিডান কার ক্রয়ের লক্ষ্যে ০২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অনুমোদন সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
   (খ) সরকারি নৌ পরিবহণঃ 
 সরকারি যানবাহন অধিদপ্তরাধীন সরকারি নৌ পরিবহণ নদী ও হাওড়-বাওড় অঞ্চলে বন্যা ও দুযোর্গ মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড পরিদর্শনে যাতায়াতের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের জলযান(লঞ্চ, কেবিনক্রুজার  কেবিন সুবিধাসহ) ও স্পীডবোট সরবরাহ করে থাকে। নৌ পরিবহণে একজন পরিচালকের তত্ত্বাবধানে একজন সহকারী পরিচালক, একজন পরিদর্শক সহ মোট ২৩ জন কর্মকর্তা/কর্মচারী নিয়োজিত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ সরকারের যুগ্ন-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা পরিচালক (নৌ) এর দায়িত্ব পালন করছেন। নৌ পরিবহণের আওতায় জলযান মেরামত, সংরক্ষণসহ প্রয়োজনে নতুন জলযান সংগ্রহ করা হয়ে থাকে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন জলযান মেরামতের প্রাক্কলন প্রস্তুত, অনুমোদন ও অচল জলযান অকেজো ঘোষণার লক্ষ্যে নৌ পরিবহণে নিয়োজিত সহকারী পরিচালক/পরিদর্শক সংশ্লিষ্ট জলযান পরিদর্শন পূর্বক প্রতিবেদন প্রদান করে থাকেন। প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর জলযান মেরামত/অকেজো ঘোষণার পদক্ষেপ গ্রহণ করে থাকে।
  (গ) সরকারি যানবাহন মেরামত কারখানাঃ     সরকারি যানবাহন মেরামত কারখানায় মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/বিচারপতি/সচিব/অতিরিক্ত সচিব/ যুগ্ম-সচিবসহ বিভাগীয় কমিশনার/ জেলা প্রশাসন/উপজেলা প্রশাসনসহ বিভিন্ন্ সরকারি দপ্তরে ব্যবহৃত গাড়িসমূহ মেরামত করা হয়ে থাকে। গাড়ির ইঞ্জিন ওভারহোলিং, ডেন্টিং, পেন্টিং, অন্যান্য ছোট, বড় মেরামত কাজসহ গাড়ির চাকা, ব্যাটারী, , খুচরা যন্ত্রাংশ ইত্যাদি সরবরাহ করা হয়। মেরামত কাজ সম্ভব না হলে না-দাবী সনদ জারী করা হয়ে থাকে। গাড়ি মেরামতের প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়সহ কারখানায় বরাদ্দকৃত অর্থ দ্বারা খাত ভিত্তিক ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়। এছাড়া বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সরকারি যানবাহন মেরামত কারখানা আধুনিকায়নের জন্য ০৪(চার কোটি) টাকার এশটি কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতদসংক্রান্ত চলতি অর্থ বছরে ০১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ের অনুমোদন পাওয়া গেছে। এই কর্মসূচী বাস্তবায়নের কার্যক্রম চলছে।
হিসাব শাখা: হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যত নিয়ন্ত্রকারী কর্তৃপক্ষ মাননীয় পরিবহণ কমিশনারের অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত রাজস্ব (নন-ট্যাক্স রেভিনিউ) আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরি ব্যবস্থা গ্রহণ। বাজেট প্রস্তুতকরণ,বিভাজন,উপযোজন,পুন:উপযোজন এবং অব্যয়িত অর্থ সমর্পণকরণ । অডিট আপত্তি নিস্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। গাড়ী সেবা নগদায়ন নীতিমালার আওতায় বিশেষ ভাতা প্রাপ্তির লক্ষ্যে প্রাধিকৃত কর্মকর্তাদের অনাপত্তি সনদ প্রদান করা।এ অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের পেনশন/গ্রাচুয়িটি/কল্যাণ তহবিল/গ্রুপ ইন্সুরেন্স বিষয়াদির  চুড়ান্ত নিস্পত্তিকরণ। সর্বোপরি জনস্বার্থে উদ্ধর্তন কর্তৃপক্ষের অর্পিত যে কোন দায়িত্ব প্রতিপালন।
প্রশাসন শাখা:
 নিয়োগ পদায়ন, চারিত্রিক প্রতিবেদন প্রাপ্তি এবং হাজিরা, নতুন নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের মেডিকেল রিপোর্ট, পদোন্নতি, বদলী, ছুটি মঞ্জুর, বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ, জৈষ্ঠ্যতা নির্ধারণ, শৃংখলা, নতুন পদ সৃজন ইত্যাদি কাজ হচ্ছে প্রশাসনিক শাখার কাজ। প্রশসানিক শাখার এর প্রধান হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা। তিনি অধিদপ্তরের সাধারণ প্রশাসনিক কাজ এবং প্রশিক্ষণ প্রদানের জন্য দায়ীত্বশীল থাকবেন। তিনি প্রধান অফিসের সকল স্টাফের হাজিরা পরীক্ষা করবেন।তিনি ডাক গ্রহণ, প্রচার এবং ডাক বিতরণের জন্য দায়ী থাকবেন। তিনি অধিদপ্তরের বেতন ভাতা, অন্যান্য অগ্রিম বিল এবং কন্টিজেন্ট বিলসমূহ যথাসময়ে উত্তোলন করবেন। জেলাপুল সমূহের হিসাব পরিদর্শন করবেন।